05 February 2016

Samila Bhattacharya on Ranan's recent trip to Lebanon

A seven-member team from Ranan visited Lebanon between 25 and 30 January 2016 to perform our production Shunya Se. This was at the invitation of the Indian Council for Cultural Relations and hosted by the Indian Mission in Lebanon.

 
Samila taking in the views outside the Jeitta Grotto Limestone Caves

Samila Bhattacharya
Ranan repertory member

04 February 2016

A week in Lebanon: Rhea Dawn writes on our recent visit

A seven-member team from Ranan visited Lebanon between 25 and 30 January 2016 to perform our production Shunya Se. This was at the invitation of the Indian Council for Cultural Relations and hosted by the Indian Mission in Lebanon. 

নিজের দেশ থেকে নাচতে বিদেশ যাওয়া আমাদের কাছে নুতন কিছু না, কিন্তু দেশটা যদি হয় লেবানন !!! তাই উত্তেজনায় টগবগ করে ফোটা যাকে বলা , তাই হচ্ছিল | মনে মনে অনেক আগেই চলে গিয়েছিলাম সেখানে | আরো একটা কারণ ছিল বটে উত্তেজনার , বিদেশের কর্মসংস্কৃতি আর নিয়মানুবর্তিতা চেখে দেখার স্বাদ | কদিনের গতানুগতিকতা থেকে মুক্তির স্বাদ | 
Rhea Dawn at the ruins of the
Cusader's Castle at Byblos, Lebanon

কথায় নিজেকে জাহির করায়  খুব একটা পটু আমি কোনদিনই নয়| আমার কল্পনা পাখা মেলে ওড়ে, আর আমিও তার সঙ্গে পাল্লা দিয়ে ছুটি | নাচের মাধ্যমে আমার অনুভূতিগুলো প্রকাশ পায় বলে মনে  হয়আর তাই নাচার জন্য বিদেশযাত্রা আমার কাছে কল্পনার সঙ্গে বাস্তবের মেলবন্ধন | 

সাতদিনের সফর আমার কাছে সাতটা মুহূর্তের মত শেষ হয়ে গেল | Casino-du-Liban, Tripoli তে Safadi Cultural Centre ,আর UNESCO Palace আমাদের অনুষ্ঠান ছিল | কাজের ফাঁকে ফাঁকে ছুটে গেলাম সুনীল ভূমধ্যসাগর তীরে , কখনও বা প্রাচীণ সভ্যতার ধ্বংসাবশেষের মাঝে পূরাণোকে ছুঁয়ে দেখতে | চলতে লাগলো সবাই মিলে একসঙ্গে হাঁটা ,অসংলগ্ন বকবকানি ,খুশীতে ফেটে পড়া ,আবার খুঁটিনাটি নিয়ে মনকষাকষিতে একলা পথ চলা | যাওয়া-আসা নিয়ে এই সাতদিন আজ আমার কাছে খুব জীবন্ত |


Rhea Dawn